কলকাতা, ২১ মার্চ (হি. স.) : রামনবমীতে তৃণমূলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নার ঘোষণায় তোপ দাগলেন বিজেপি-র রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার।
মুখ্যমন্ত্রী মঙ্গলবার ওডিশা যাওয়ার প্রাক্কালে বিমানবন্দরে কেন্দ্রের বকেয়া দাবি আদায়ের লক্ষ্যে ওই ধর্নার কথা ঘোষণা করেন। বলেন, ২৯ ও ৩০ মার্চ দিল্লিতে অম্বেদকরের মূর্তির পাদদেশে ওই ধর্নায় বসবেন। এর পরেই সুকান্তবাবু টুইটারে লেখেন, “এইমাত্র জানতে পেরেছি যে ব্যর্থতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ৩০ মার্চ অর্থাৎ রাম নবমীতে ধর্নায় বসবেন। দুঃখের বিষয়, হিন্দুফোবিয়া পশ্চিমবঙ্গের শাসক ব্যবস্থার গভীরে চলছে। সাগরদিঘির বিপর্যয় আবারও খুলে দিয়েছে প্যান্ডোরার বাক্স। লজ্জা এমন বিদ্বেষীদের।”
টুইটারে এর প্রতিক্রিয়ায় বিজেপি সমর্থক গার্গী মুখোপাধ্যায় লিখেছেন, “সাগরদিঘিতে বিজেপিকে আটকাতে মাননীয়া ইচ্ছে করেই কংগ্রেসকে জিততে সাহায্য করেছেন,ওই জন্যেই নৌশাদ সিদ্দিকিকে ঠিক ভোটের রেজাল্টের
হিন্দু বিরোধী হিজাবের বিজ্ঞাপনী মডেলের দ্বিচারিতা সবাই বুঝে গেছে। পশ্চিম বাংলাদেশ বানিয়েই উনি পদানমনতিরি হতে চাইছেন।”