ছোটদের রাজ্য ক্রিকেটে কাঞ্চনপুর দলও ঘোষিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ মার্চ।।উদ্বোধনী ম্যাচে নিজেদের প্রথম প্রতিপক্ষ শক্তিশালী ধর্মনগর মহকুমা। ২৬ মার্চ হবে ম্যাচটি। কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয় মাঠে। রাজ্য অনূর্ধ্ব-‌১৩ ক্রিকেটে। আসরে কাঞ্চনপুর মহকুমার সবকটি ম্যাচ হবে কৈলাসহরে। ২৮ মার্চ গন্ডাছড়া, ২৯ মার্চ লংতরাইভ্যালি এবং ১ এপ্রিল কমলপুরের বিরুদ্ধে খেলবে কাঞ্চনপুর মহকুমা। আসরে অংশ নিতে ১৫ সদস্যের মহকুমার দল ঘোষনা করেন মহকুমা ক্রিকেট সংস্থার সচিব । কোচ ইন্দ্রজিৎ ঘোষের তত্বাবধানে চলছে মহকুমার ক্রিকেটারদের প্রস্তুতি। গ্রুপ লিগে ভালো খেলে দল সেমিফাইনালে যাবেই বিশ্বাস কোচের। ঘোষিত দল:‌ সুরজ দেব, অনিক শুক্ল দাস, রাজদীপ বরুয়া, কঙ্কন ভট্টাচার্য, শান্তনু দেববর্মা, বিশ্বজিৎ দাস, সৌরভ নাথ, রাজু সরকার, রোহিত নাথ, জিনেল চাকমা, সুয়েল চাকমা, সমন চাকমা, অমরজিৎ চাকমা, নিউটন চাকমা এবং সত্যজিৎ নাথ। ‌