কলকাতা,২১ মে (হি. স.): টলিউডের গণ্ডি পেরিয়ে এবার বলিউডে পথে অভিনেতা জিৎ । যেদিন বাংলা ভাষায় মুক্তি পাবে জিৎ- র নতুন ছবি ” চেঙ্গিজ ” সেদিনই হিন্দিতে মুক্তি পাবে এই ছবি । মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এমনটাই জানালেন অভিনেতা ।
জিতের নতুন ছবি ” চেঙ্গিজ ”,- র প্রেক্ষাপট নয়ের দশকের কলকাতা । সেই সময়ের শহরের কিছু ঘটনাই ফুটিয়ে তোলা হয়েছে ছবির গল্পে । কলকাতার নানা জায়গাতে শুরু হয়েছে ছবির শুটিং । ‘চেঙ্গিজ’-এ জিতের বিপরীতে থাকছেন ‘প্রেমটেম’ খ্যাত অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতা রোহিত রায়, শতাফ ফিগারকে। জিৎ, গোপাল মদনানি ও অমিত জুমরানির প্রযোজনায় তৈরি হয়েছে ‘চেঙ্গিজ’। রাজেশ গঙ্গোপাধ্যায় পরিচালিত এই ছবি প্রেক্ষাগৃহে বাংলা ভাষাতে মুক্তি পাবে আগামী ২১ এপ্রিল সেদিনই হিন্দিতেও মুক্তি পাবে এই ছবি । এদিন সোশ্যাল মিডিয়ায় সেই চমক দিয়েই জিৎ জানান, বাংলা ছবির ইতিহাসে প্রথমবার এরকম ঘটতে চলেছে ।