শিলচর (অসম) ২১ মার্চ (হি.স.) : শিলচর এবং লক্ষ্মীপুর মহুকুমার জন্য মে মাসের খাদ্য সুরক্ষার যোজনার মোট ৬০৮০২.১৫ কুইন্টাল চাল কাছাড়ের বিভিন্ন গাঁও পঞ্চায়েত সমবায় সমিতির মাধ্যমে বন্টন করা হবে l
এরমধ্যে শিলচর মহুকুমার জন্য অন্তদয় অন্ন যোজনার চাল ১০৪৯৬.৮৫ কুইন্টাল এবং প্রায়োরিটি হাউজহোল্ড এর ৪১৩০১.০০ কুইন্টাল এবং লক্ষ্মীপুর মহুকুমার অন্তদয় অন্ন যোজনার চাল ২২৮৪.১০ এবং প্রায়োরিটি হাউজহোল্ড এর ৭৮৮৮.৭৫ কুইন্টাল চাল বরাদ্দ করা হয়েছে l খাদ্য সুরক্ষার বিধান অনুসারে সমস্ত সুবিধাভোগীদের অন্তদয় অন্ন যোজনার অধীনে কার্ডপ্রতি ৩৫ কেজি করে এবং প্রায়োরিটি হাউজহোল্ড এর জন্য বিনামূল্যে মাথাপিছু ৫ কেজি করে চাল দেওয়া হবে l

