নয়াদিল্লি, ২০ মার্চ (হি.স.) : গরুপাচার মামলায় গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষক মণীশ কোঠারি। সোমবার মণীশ কোঠারিকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল রাউস অ্যাভিনিউ আদালত।
ইডি হেফাজতের মেয়াদ শেষ হতেই সোমবার আদালতে পেশ করা হয়েছিল মণীশ কোঠারিকে। আজ আদালতে ইডি জানিয়েছে, মণীশ কোঠারিকে জিজ্ঞাসাবাদ করে সমস্ত তথ্য সংগ্রহের কাজ হয়ে গিয়েছে। এই আবহে তাঁকে আর হেফাজতে চায়নি ইডি। এদিকে আজ আদালতে জামিনের আবেদন জানান মণীশের আইনজীবী। তবে জামিনের বিরোধিতা করে ইডি। এই আবহে মণীশ কোঠারিকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয় আদালতের তরফে। জানা গিয়েছে, দিল্লির তিহাড় জেলে রাখা হবে মণীশকে।