কাটিগড়া (অসম), ২০ মার্চ (হি.স.) : বেঙ্গালুরু থেকে বাড়ি ফেরার পথে গুয়াহাটি রেলস্টেশন থেকে নিখোঁজ হয়ে গেছেন কাছাড় জেলার অন্তর্গত কাটিগড়ার জনৈক যুবক। ঘটনায় উৎকণ্ঠায় রয়েছেন নিখোঁজ যুবকের পরিবার। অসহায় হয়ে আজ সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার হস্তক্ষেপ কামনা করেছেন নিখোঁজ যুবকের মা এবং বোন।
জানা গেছে, কাছাড় জেলার কাটিগড়া হরিনগর দ্বিতীয় খণ্ডের বাসিন্দা সাবির হুসেন চৌধুরী (২৭) সাত মাস আগে কর্মসূত্রে পাড়ি দিয়েছিল বেঙ্গালুরুতে। গত ১৬ মার্চ বেঙ্গালুরু থেকে বাড়ি ফেরার জন্য ট্রেনে করে ১৯ মার্চ গুয়াহাটি রেল স্টেশনে আসে সে। এর পর থেকে তার আর খোঁজ পাওয়া যাচ্ছে না। সাবিরের সঙ্গে একটি ব্যাগ ছিল। ওই ব্যাগ গুয়াহাটি রেল স্টেশন থেকে উদ্ধার হয়। ব্যাগ থেকে একটি নোট বুক ঘেঁটে মোবাইল নম্বর পেয়ে বিষয়টি তার পরিবারকে জানায় রেল পুলিশ।
আজ সোমবার সন্ধানহীন সাবির হুসেন চৌধুরীর মা কামরুন নেসা চৌধুরী এবং বোন মনোয়ারা বেগম লস্কর জানান, পরিবারের ছোট ছেলে হঠাৎ করে সন্ধানহীন হওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন তাঁরা। এখন কী করবেন না-করবেন, সঠিক বুঝে উঠতে পারছেন না। গুয়াহাটি রেলপুলিশের সঙ্গে যোগাযোগ করেও কোনও আশার আলো দেখতে পাচ্ছেন না। বোন মনোয়ারা বেগম লস্কর বলেন, ১৬ মার্চ রাত ১২টায় ট্রেনে উঠলে গতকাল পর্যন্ত মোবাইলে যোগাযোগ হয় ভাইয়ের সঙ্গে। কিন্তু হঠাৎ করে গুয়াহাটি রেল পুলিশের পক্ষ থেকে সাবিরের একটি ব্যাগ উদ্ধার হয়েছে বলে বাড়িতে বড়ো ভাইয়ের কাছে ফোন আসে। এর পর তারা সঙ্গে সঙ্গে সাবিরের মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করলে মোবাইল ফোনের সুইচড অফ দেখে সন্দেহ হয় তাদের। পরে তারা বিষয়টি আবার জানান রেল পুলিশকে।
ঘটনার ২৪ ঘণ্টা অতিক্রম হয়ে যাওয়ায় দুশ্চিন্তা বাড়ছে তাদের। বাধ্য হয়ে আজ সোমবার কাছাড় জেলা প্রশাসন সহ রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

