কলকাতা, ২০ মার্চ (হি. স.) : রাজনীতিবিদ ডা: তরুণ অধিকারী সোমবার প্রয়াত হয়েছেন। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পশ্চিমবঙ্গ সরকার তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রচারিত মুখ্যমন্ত্রীর শোকবার্তায় লেখা হয়েছে, “বিশিষ্ট রাজনীতিবিদ ডা: তরুণ অধিকারীর প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ নৈহাটিতে প্রয়াত হন। বয়স হয়েছিল ৭৮ বছর।
তিনি ১৯৮৭ ও ১৯৯১ সালে নৈহাটি কেন্দ্রের বিধায়ক নির্বাচিত হন। বিশিষ্ট চিকিৎসক ডা: তরুণ অধিকারী বিভিন্ন সমাজসেবামূলক কাজকর্মের সঙ্গে জড়িত ছিলেন। তাঁর প্রয়াণ রাজনৈতিক ও চিকিৎসা জগতে এক অপূরণীয় ক্ষতি। আমি তাঁর আত্মীয় পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”