ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ মার্চ।। কুশল স্মৃতি ওপেন টেনিসে পুরুষদের সিঙ্গেলস টাইটেল পেয়েছে বাংলার অভিনাংশু বড়ঠাকুর। সোমবার সকালে মালঞ্চ নিবাসস্থিত সিন্থেটিক টেনিস কোর্টে প্রতিযোগিতার ফাইনালে অভিনাংশু বাংলার-ই গতবারের চ্যাম্পিয়ন মোঃ ফারদিনকে ছয়-এক সেটে হারিয়ে টাইটেলস জিতে নিয়েছে। উল্লেখ্য, ১৭ মার্চ থেকে এই প্রতিযোগিতা শুরু হয়ে তিনদিনব্যাপী বেশ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ১৯তম কুশল জৈন স্মৃতি টুর্নামেন্ট শেষ হয়েছে। বৃষ্টিতে রবিবার বিকেলে পুরুষদের সিঙ্গেলস ফাইনাল ম্যাচটি স্থগিত রাখতে হয়েছিল। তা আজ সকালে অনুষ্ঠিত হয়েছে। পুরুষ ডাবলসে ওড়িশার চিন্ময় প্রধান ও অমৃতজয় মোহান্তি এবং মিক্সড ডাবলসে বাংলার অভিনাংশু বড়ঠাকুর ও অমৃতা উহেদার জুটি চ্যাম্পিয়ন হয়েছেন। বালক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ত্রিপুরার তুইজিলাং দেববর্মা। অন্যান্য বারের মতো এবারও কুশল জৈন স্মৃতি ওপেন টেনিস টুর্নামেন্ট সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় ত্রিপুরা টেনিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুজিত রায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।
2023-03-20

