বিহারের মানের-এ ইটভাটার চিমনিতে বিস্ফোরণে মৃত্যু ৪ শ্রমিকের, আহত কমপক্ষে ১২ জন

পাটনা, ২০ মার্চ (হি.স.): বিহারের পাটনার মানের-এ ইটভাটার চিমনিতে বিস্ফোরণে প্রাণ হারালেন ৪ জন শ্রমিক। এছাড়াও ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আহত হয়েছেন কমপক্ষে ১২ জন। সোমবার মর্মান্তিক ঘটনটি ঘটেছে মানের-এর ব্যাপুর গ্রামের লকি ইটভাটার চিমনিতে। মর্মান্তিক এই ঘটনার পরই পুলিশে খবর দেওয়া হয়। আশেপাশে উপস্থিত শ্রমিকরা চাপা পড়া মানুষজনকে বাঁচানোর চেষ্টা শুরু করেন। তড়িঘড়ি আহতদের চিকিৎসার জন্য দানাপুর হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে কয়েকজনকে পাটনায় রেফার করা হয়।

মানের-এর এসআই মুমতাজ আনসারী জানিয়েছেন, আমরা খবর পেয়েছি একটি ইটভাটার দেওয়াল ধসে পড়েছে। আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করি। ৬ শ্রমিককে উদ্ধার করে দানাপুর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাদের মধ্যে আমরা তথ্য পেয়েছি দু”জনের মৃত্যু হয়েছে এবং ৪ জন চিকিৎসাধীন রয়েছেন। সূত্রের খবর, এই ঘটনায় মোট ৪ জনের মৃত্যু হয়েছে।