বিলাসপুর, ১৮ মার্চ (হি.স.) : শনিবার জোড়াপাড়ার কাছে মদ ভর্তি একটি ট্রাক অনিয়ন্ত্রিত হয়ে উল্টে যায়। পুলিশ জানিয়েছে, ট্রাক চালক মদ্যপ অবস্থায় ছিল। ট্রাকে সরকারি মদের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। এদিকে মদপ্রেমীরা মদ ভর্তি একটি ট্রাক উল্টে যাওয়ার খবরও পেয়েছেন। কিছুক্ষণের মধ্যেই ভিড় জমাতে শুরু করে। পুলিশ কোনোভাবে সমবেত লোকজনকে ট্রাক থেকে সরিয়ে দেয়।
প্রকৃতপক্ষে, কোটায় অবস্থিত ওয়েলকাম ডিসলেরি থেকে ট্রাকে সরকারি মদ নিয়ে মুঙ্গেলির দিকে যাচ্ছিল ট্রাকটি জোড়াপাড়ার কাছে অনিয়ন্ত্রিতভাবে উল্টে যায়। জিজ্ঞাসাবাদে ট্রাক চালক পরমেশ্বর সাহু জানান, তিনি ওয়েলকাম ফ্যাক্টরি থেকে মুঙ্গেলি জেলা আবগারি দফতরে যাচ্ছিলেন। মদ্যপানের কারণে তিনি নেশাগ্রস্ত ছিলেন। জোড়াপাড়ার কাছে নিয়ন্ত্রণহীন ট্রাকটি উল্টে যায়। অ্যালকোহল নিয়ে ট্রাক উল্টে যাওয়া মদের ঝলক দেখায়। যার জেরে রাস্তায় মদ বইতে থাকে। খবর পেয়ে আশেপাশের কিছু লোকজন সেখানে পৌঁছে এ ব্যাপারে হাত সাফ করার চেষ্টা করলেও পুলিশ তাদের পরিকল্পনা নস্যাৎ করে দেয়।