কাঠমান্ডু, ১৬ মার্চ (হি.স.): হ্যাক হয়ে গেল নেপালের প্রধানন্ত্রীর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট। নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কুমার দহলের পরিবর্তে সেখানে “ব্লার” নামের একটি লেখা টুইটার ডিপিতে চলে আসে। এই অ্যাকাউন্টটিতে ফলোয়ারের সংখ্যা ছিল ৬৯০.১ হাজার। ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচীও এই টুইটারের অ্যাকাউন্টের ফলোয়ার।
বৃহস্পতিবার ভোররাতের দিকে হ্যাকারদের খপ্পরে চলে যায় নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কুমার দহলের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট। হ্যাক হলেও, নেপালের প্রধানমন্ত্রীর টুইটার অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করা হয়, ফিরে আসে আগের পরিস্থিতিতে।

