নয়াদিল্লি, ১৬ মার্চ (হি.স.): লন্ডন থেকে ফেরার পর অবশেষে সংসদে পৌঁছলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। বৃহস্পতিবার অধিবেশন শুরু হওয়ার সময় সংসদে ঢুকতে দেখা যায় তাঁকে। সংসদে ঢোকার মুখে লন্ডনের বক্তব্য নিয়ে বিজেপির ক্ষমা প্রার্থনার বিষয়টি জানতে চাওয়া হলে এই বিষয়ে কোনও মুখ খোলেননি তিনি। নীরবেই সংসদের ভিতরে ঢুকে যান রাহুল।
লন্ডনে একটি আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে ভারতীয় গণতন্ত্র বিপদে রয়েছে বলে অভিযোগ জানিয়েছিলেন রাহুল গান্ধী। এরপরই বিদেশের মাটিতে দেশকে অপমান করা হয়েছে বলে অভিযোগ তোলে বিজেপি। তবে এই বিষয়ে বলতে দিলে পার্লামেন্টে তিনি অবশ্যই মুখ খুলবেন বলে জানিয়েছেন রাহুল। রাহুল গান্ধী বলেছেন, “ভারত-বিরোধী (লন্ডনের সেমিনারে) কিছু বলিনি, অনুমতি দিলে আমি সংসদে কথা বলব।”

