নয়াদিল্লি, ১৬ মার্চ (হি.স.): দিল্লির ওয়াজিরপুর শিল্পনগরীতে আগুন লাগল একটি ফ্যাক্টরিতে। বুধবার রাতে ওই ফ্যাক্টরিতে আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছয় দমকলের ১২টি ইঞ্জিন। ওই ফ্যাক্টরিতে মেটাল ও প্লাস্টিকের কাজ হত, ভিতরে প্রচুর পরিমানে দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দমকল কর্মীদের দীর্ঘ সময়ের প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি।
এডিও এ কে শর্মা বলেছেন, প্রাথমিকভাবে মনে যাচ্ছে, ফ্যাক্টরিতে সঠিক অগ্নিনির্বাপক ব্যবস্থা ছিল না। একটি মাত্র বেরনোর পথ এবং ছাদে অস্থায়ী কাজের কারণে আগুন নেভাতে সমস্যা হয়েছে। এনওসি না থাকলে ফ্যাক্টরি কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানিয়েছেন, অনেক চেষ্টার পর আগুন নেভানো সম্ভব হয়েছে।

