ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ মার্চ।। ইস্ট জোন ফের খেলবে নর্থ জোনের বিরুদ্ধে। যদিও এটি লীগ ম্যাচ নয়। খেতাবি লড়াই। ভিজ্জি ট্রফির ফাইনাল ম্যাচ। ইন্টার ইউনিভার্সিটি জোনাল ক্রিকেটের ফাইনাল ম্যাচ। চার দলীয় লীগ পর্যায়ের খেলায় নর্থ জোন টানা তিন ম্যাচে জয় অর্থাৎ জয়ের হ্যাটট্রিক করে ফাইনালে পৌঁছেছে। অপরদিকে ইস্ট জোন লীগে তিন ম্যাচের মধ্যে দুটিতে জয়ী হয়ে দ্বিতীয় শীর্ষস্থান পেয়ে ফাইনালের ছাড়পত্র পেয়েছে। তৃতীয় রাউন্ডের খেলায়, মঙ্গলবার, নর্থ জোন ৮ উইকেটের ব্যবধানে সাউথ জোনকে হারিয়ে টানা তিন ম্যাচে জয়ের সুবাদে জয়ের হ্যাটট্রিক করে নিয়েছে। সাউথ জোন প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ৩৪ ওভারে সাকূল্যে ৯৭ রান সংগ্রহ করলে জবাবে নর্থ জোন ১৫ ওভার খেলে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। ডিস্ট্রিক্ট ক্রিকেট এসোসিয়েশন মাঠে অপর খেলায় ইষ্ট জোন ৪৪ রানের ব্যবধানে ওয়েস্ট জোনকে পরাজিত করেছে। প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ইস্ট জোন সীমিত পঞ্চাশ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৩৩ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট জোন ৩৪.৪ ওভার খেলে ১৮৯ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। ভিজ্জি ট্রফির ফাইনাল ম্যাচে নর্থ জোন এবং ইস্ট জোন পরস্পরের মুখোমুখি হচ্ছে। খেলা হবে শহীদ বীর নারায়ন সিং স্টেডিয়ামে। ছত্রিশগড়ের রায়পুরে। উল্লেখ্য, গত ১২ মার্চ নর্থ জোন ও ইস্ট জোন লীগ পর্যায়ের খেলায় দু-দল একবার পরস্পরের মুখোমুখি হয়েছিল। এতে নর্থ জোন সাত উইকেটে জয়ী হয়েছিল। আগামীকাল ইস্ট জোন চাইছে লীগ ম্যাচে হারের মোক্ষম জবাব দিয়ে ভিজ্জি ট্রফি ঘরে তুলে নিতে।
2023-03-15

