পূর্ব মেদিনীপুর, ১৫ মার্চ (হি.স): নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত হওয়ায় কুন্তল ঘোষ ও শান্তনু বন্দ্যোপাধ্যায়কে দল থেকে বহিষ্কার করেছে তৃণমূল কংগ্রেস। আর তা নিয়েই শাসক দলকে কটাক্ষ করলেন সিপিআই (এম) নেতা সুজন চক্রবর্তী। বুধবার তিনি বলেছেন, তৃণমূলে কে কাকে বহিষ্কার করছে তাতে কিছু নির্ভর করছে না।
এদিন পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, পার্থ চ্যাটার্জি বলেছিলেন কুণাল ঘোষ বহিষ্কৃত, এখন পার্থ চ্যাটার্জিই বহিষ্কৃত। আর কুণাল ঘোষ দলের সাধারণ সম্পাদক ও দলের মুখপাত্র। তৃণমূল দলে কে কাকে বহিষ্কার করছে তার কিছু নির্ভর করছে না। যারা বহিষ্কার ঘোষণা করেছেন তারাই আবার কয়েকদিন পর বহিষ্কৃত হয়ে যায় নাকি সেটার দেখার। শিক্ষক দুর্নীতিতে অনেক নেতা-মন্ত্রীর পরিবারের সদস্য রয়েছে, এমনকি মুখ্যমন্ত্রী আত্মীয় রয়েছে বলে জানান সুজন।