নয়াদিল্লি, ১৩ মার্চ (হি.স.) : সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ড. মানিক সাহা। সাহা এর আগে শনিবার রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেছিলেন।
ডক্টর মানিক সাহা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে ৮ মার্চ ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন। শপথ নেওয়ার পর এটাই তাঁর প্রথম দিল্লি সফর।

