নয়াদিল্লি, ১৩ মার্চ (হি. স.) : দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে শুরু হয়েছে ৯৫তম অ্যাকাডেমি পুরস্কার। এবারে অস্কারে ছিল ভারতীয়দের জন্যে একাধিক গর্বের মুহূর্ত। ইতিমধ্যেই দুটো অস্কার এসেছে ভারতে। সেরা মৌলিক গান বিভাগে জিতে নিয়েছে আরআরআর সিনেমার ‘নাট্টু নাট্টু’ গানটি। অপর দিকে ‘বেস্ট ডকুমেন্টরি শর্টস’ জিতেছে দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স। আর এই জয়ে উচ্ছ্বসিত গোটা ভারত। সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গিয়েছে অস্কার জয়ের উদযাপন। টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। সেই টুইটেই প্রকাশ পেয়েছে তাঁর আন্তরিক আবেগ।
প্রধানমন্ত্রী টুইটে লেখেন, “ব্যতিক্রমী। বিশ্বব্যাপী জনপ্রিয়তা নাট্টু নাট্টুর। এটা এমন একটা গান যেটা আগামী বহু বছর ধরে শ্রোতাদের মনে থেকে যাবে। এম এম কীরাবাণী এবং চন্দ্র বোস এবং পুরো টিমকে এই জয়ের জন্য শুভেচ্ছা। ভারত আপ্লুত এবং গর্বিত।” অন্যদিকে গুনীত মোঙ্গা প্রযোজিত ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’-এর জয়ে কুর্নিশ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তাঁর শুভেচ্ছাবার্তায় লেখেন,”এই সম্মানের জন্য কার্তিকি এবং গুনীত সহ পুরো টিমকে আমার শুভেচ্ছা। আপনাদের কাজের মধ্যে দিয়ে খুব সুন্দর ভাবে প্রকৃতির সঙ্গে মিলেমিশে থাকা এবং তার উন্নতির গুরুত্বের উপর আলোকপাত করা হয়েছে।” অন্যদিকে ভারতের ডবল মাইল ফলক জয়ে আনন্দে আত্মহারা সকল তারকা মহল। আলিয়া ভাট থেকে চিরঞ্জীবী, সামান্থা, কঙ্গনা রানাউত। রিহানা, লেডি গাগার মতো একাধিক গায়িকাদের হারিয়ে জয়ী হল নাটু নাটু। সুতরাং দেশবাসীর উচ্ছ্বাসের শেষ নেই। পুরস্কারের গ্রহণের সময় নমস্তে বলে ট্রফি গ্রহণ করেন সুরকার কীরাভানি। বলেন, “আমার মনে শুধু একটা ছিল, যেভাবেই হোক আমাদের গোটা টিমকে জিততে হবে। ভারতীয় গর্বকে আমাকে বিশ্বের শীর্ষে রাখতেই হবে।”
তেলেগু ছবির ইতিহাসে এই প্রথম কোনও চলচ্চিত্রের গান অস্কার পেল। গর্বিত তেলেগু তারকারা। ছোট্ট থেকে ছুতোর মিস্ত্রির আওয়াজ শুনে বড় হয়েছেন কীরাভানি। বিশ্ব মঞ্চে এই অনন্য সম্মানের অধিকারী হলেন তিনিই। এই মুহূর্তকে ফ্রেম বন্দি করে আলিয়া, সিদ্ধার্থ মালহোত্রা, প্রিয়াঙ্কারা ইনস্টাগ্রাম উচ্ছ্বাস প্রকাশ করলেন। অন্যদিকে ছেলের জয়ে গর্বিত বাবা চিরঞ্জীবী। তিনিও তাঁর উচ্ছ্বাস ভাগ করে নিলেন। এছাড়াও রজনীকান্ত থেকে রানা দুগ্গাবতী সবাই আনন্দে পরিপূর্ণ।