ড্র আহমেদাবাদ টেস্ট, ভারতের দখলেই রইল বর্ডার-গাভাসকর ট্রফি

আহমেদাবাদ, ১৩ মার্চ (হি.স.) : বর্ডার-গাভাসকর ট্রফি ভারতের দখলেই থাকল। আহমেদাবাদে চতুর্থ টেস্ট ড্র হতেই ২-১ ফলে সিরিজ জিতল ভারত। বিরাট কোহলি, শুভমন গিলের সেঞ্চুরি সত্ত্বেও ম্যাচে জয় পেল না রোহিত ব্রিগেড। ২০২১ সালে অস্ট্রেলিয়া থেকে সিরিজ জিতেছিল ভারত। এবার দেশের মাটিতেও সিরিজ জিতে ভারতের দখলেই রইল এই ট্রফি। ম্যাচের শেষ দিনে ১৭৫ রান তোলে অস্ট্রেলিয়া। তারপরেই ম্যাচ শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেন দুই দলের অধিনায়ক।

প্রথম ইনিংসে ভারতের চেয়ে ৯১ রানে পিছিয়ে পড়েছিল অস্ট্রেলিয়া। রবিবার চতুর্থ দিনের শেষ বেলায় ৬ ওভার ব্যাট করে বিনা উইকেটে তিন রান সংগ্রহ করেছিল সফরকারী দল। ৮৮ রানে পিছিয়ে থেকে সোমবার ব্যাট করতে নেমেছিলেন দুই অপরাজিত ব্যাটসম্যান ট্র্যাভিস হেড ও ম্যাথু কুনেম্যান। দ্রুতই নৈশ প্রহরী কুনেম্যানকে ফিরিয়ে দিয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন। ৩৫ বলে ৬ রান করে ফেরেন অজি বোলার। ফলে আশায় বুক বেঁধেছিলেন রোহিতরা।
কিন্তু তার পরেই দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে অশ্বিন, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামিদের বোলিং আক্রমণকে নির্বিষ করে দেন ট্র্যাভিস হেড ও মার্নুস লাবুশানে। দুজনে জুটি বেঁধে ১৩৯ রান সংগ্রহ করেন। ধীরে-ধীরে শতরানের দিকে এগোচ্ছিলেন হেড। কিন্তু মধ্যাহ্ন বিরতির পরে তাঁকে (৯০) ফিরিয়ে দেন অক্ষর পটেল। এর পরে তৃতীয় উইকেটে জুটি বেঁধে খেলতে থাকেন অজি অধিনায়ক স্টিভ স্মিথ ও লাবুশানে। দুজনেই ক্রিজ আঁকড়ে থাকেন। চা বিরতির সময়ে অজিদের সংগ্রহ ছিল ১৫৮ রান। ম্যাচ যে নিস্ফলা হতে যাচ্ছে তা স্পষ্ট হয়ে গিয়েছিল। তাই চা বিরতির পরেই ম্যাচে ইতি টানতে রাজি হনন দুই দলের অধিনায়ক। ম্যাচ শেষের সময়ে অস্ট্রেলিয়ার রান ছিল দুই উইকেটে ১৭৫। লাবুশানে ৬৩ রানে এবং অজি অধিনায়ক স্মিথ ১০ রানে অপরাজিত থেকে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *