নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মার্চ৷৷ বিজয় মিছিল থেকে বাড়ি ফেরা হলো না এক যুবকের৷ রাস্তায় পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয় তেলিয়ামুড়া মহারানীপুরের যুবক আলমগীর মিয়ার৷
শনিবার তেলিয়ামুড়া থানার অন্তর্গত মহারানীপুর এলাকায় বিজয় মিছিল থেকে অটো করে বাড়ি ফেরার পথে মহারানীপুর এলাকায় একটি ১২ চাকা লরি এবং অটো গাড়ির সংঘর্ষে গুরতর আহত হন আলমগীর মিয়া নামে ২৪ বছরের এক যুবক৷ পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আলমগীর মিয়াকে উদ্ধার করে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে আসে৷ কর্মরত চিকিৎসক আহত যুবকের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় সঙ্গে সঙ্গে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালের রেফার করে দেন৷ আহত যুবক আলমগীর মিয়াকে জিবি হাসপাতালে আনার পর চিকিৎসা চলাকালীন সময়ে রবিবার মৃত্যু হয়৷ পরে ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়৷ আলমগীর মিয়া মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই হাসপাতাল চত্বরে কান্নায় ভেঙে পড়ে তার মা-বাবা সহ আত্মীয় পরিজনরা৷ জানা যায় দুর্ঘটনার পর স্থানীয়রা ১২ চাকার লরি সহ চালককে আটক করে তেলিয়ামুড়া থানার পুলিশের হাতে তুলে দেয়৷ মৃত যুবকের পরিবারের তরফ থেকে জানানো হয় গাড়ি চালকের বিরুদ্ধে তেলিয়ামুড়া থানায় একটি মামলা দায়ের করবেন তারা৷
2023-03-12