আন্তঃ মেট্রিক্স দাবা প্রতিযোগিতা ১৯শে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ মার্চ।। আন্তঃ মেট্রিক্স দাবা প্রতিযোগিতা ১৯ মার্চ। ওই দিন সকাল ৯ টায় শুরু হবে খেলা। আসর হবে কৃষ্ণনগর বিজয় কুমার চৌমুহনী সংলগ্ন মেট্রিক্স চেস আকাদেমির অফিস বাড়িতে। খেলায় থাকবে আকর্ষনীয় পুরস্কার। দুবিভাগে হবে খেলা। ছোটদের বিভাগে ৭ জন এবং বড়দের বিভাগে ৫ জনকে পুরস্কৃত করা হবে। খেলা পরিচালনা করবেন প্রবোধ রঞ্জন দত্ত। আসরে আগরতলার শাখার পাশাপাশি উদয়পুর শাখার দাবাড়ুরাও অংশ নেবে। এন্ট্রি ফি ৩০০ টাকা। অংশ নিতে ইচ্ছুক দাবাড়ুদের অতিসত্তর এন্ট্রি জমা দিতে আকাদেমির কোচ কিরীটী দত্ত অনুরোধ করেছে। প্রসঙ্গত:‌ ছোটদের রাজ্য আসর শুরু হওয়ার আগে প্রস্তুতির জন্যই ওই আসরের উদ্যোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *