কুমারঘাট (ত্রিপুরা), ১২ মার্চ (হি.স.) : নেশা বিরোধী অভিযানে ফের সাফল্য পেয়েছে ত্রিপুরায় নিয়োজিত আসাম রাইফেলস।
আগরতলা সেক্টরের আসাম রাইফেলসের রাধানগর ব্যাটালিয়নের ইনস্পেক্টর জেনারেল আসাম রাইফেলস (ইস্ট)-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে আজ উনকোটি জেলার কুমারঘাটে ৩৪ লক্ষ টাকা মূল্যের ৮৬ কেজি গাঁজা বাজেয়াপ্ত হয়েছে।
জানা গেছে, বিশ্বাসযোগ্য তথ্যের ভিত্তিতে রাধানগর ব্যাটালিয়ন অভিযানে নেমে মাদক সরবরাহে ব্যবহৃত টিআর ০১ এটি ১৮৪০ নম্বরের একটি টাটা ম্যাজিক আটকে তা থেকে বাজেয়াপ্ত করা হয়েছে গাঁজাগুলি। এর সঙ্গে গাঁজা পাচারে ব্যবহৃত ম্যাজিকও বাজেয়াপ্ত করা হয়েছে।
বাজেয়াপ্তকৃত গাড়ি এবং গাঁজা তদন্ত ও আইনি প্রক্রিয়ার জন্য রাধানগর ব্যাটালিয়নের পক্ষ থেকে কুমারঘাট পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

