বসিরহাট, ১২ মার্চ (হি.স.) : ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন উত্তর ২৪ পরগণা জেলায় চোরাচালানের প্রচেষ্টা ব্যর্থ । বিএসএফ সদস্যরা উদ্ধার করেছে দশ লক্ষ বাংলাদেশি মুদ্রা । রবিবার বিএসএফের দেওয়া তথ্য থেকে এমনটাই জানা গেছে ।
রবিবার বিএসএফের দেওয়া তথ্য অনুসারে, উত্তর ২৪ পরগনা জেলার ঘোজাডাঙ্গা সীমান্ত চৌকিতে শনিবার জওয়ানরা খবর পান যে এক ব্যক্তি বালতি নিয়ে আন্তর্জাতিক সীমান্তের দিকে যাচ্ছে। সৈন্যরা ওই ব্যক্তিকে তাড়া করতে থাকে। জওয়ানরা তাকে থামতে বললে সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এর পরেই এলাকায় তল্লাশি চালায় জওয়ানরা। তল্লাশির সময়, জওয়ানরা ঘটনাস্থল থেকে একটি বালতি উদ্ধার করে যাতে টি-শার্টে মোড়ানো ১৪ বান্ডিল (১০লক্ষ) বাংলাদেশি মুদ্রা পাওয়া যায়। চোরাকারবারিরা বাংলাদেশি মুদ্রা ভারত থেকে বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল।

