আগরতলা, ১১ মার্চ (হি. স.) : ত্রিপুরায় লাগামহীন সন্ত্রাস হচ্ছে অভিযোগ নিয়ে প্রতিকারের দাবিতে রাজ্যপালের দ্বারস্ত সিপিএম ও কংগ্রেসের সাংসদদের সাত সদস্যক প্রতিনিধি দল। রাজ ভবন থেকে বেরিয়ে রাজ্য অতিথিশালায় তাঁরা সন্ত্রাস ইস্যুতে ত্রিপুরা সরকারকে তুলোধুনা করেছেন। তাঁদের সাফ কথা, ত্রিপুরায় বিরোধীদের উপর লাগামহীন সন্ত্রাস এবং অকথ্য নির্যাতন লোকসভা এবং রাজ্যসভায় আওয়াজ তোলা হবে। ওই সন্ত্রাস বন্ধে ত্রিপুরায় শাসকের উপর চাপ তৈরি করার সম্ভাব্য চেষ্টা করা হবে।
এদিন সাংবাদিক সম্মেলনে সিপিএমের রাজ্যসভার সাংসদ এলামরম করিম বলেন, ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে শাসক দল বিজেপি নীতিগতভাবে পরাজিত হয়েছে। কারণ, ভোট বিভাজন তাঁদের জয়ী হতে সহায়তা করেছে। তাই এখন শাসক দলের সমর্থিত দুষ্কৃতিকারীরা বিরোধীদের উপর লাগাতর সন্ত্রাস করছে। এদিকে, কংগ্রেসের রাজ্য সভার সাংসদ রঞ্জিত রঞ্জনের সাফ কথা, ত্রিপুরার পরিস্থিতি নিয়ে মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য প্রয়োজনে রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করব আমরা এবং হস্তক্ষেপ চাইব।
এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি বিধায়ক বীরজিৎ সিনহা ত্রিপুরা সরকারের কাছে আবেদন রাখেন, রাজ্যকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না। সিপিএম রাজ্য সম্পাদক বিধায়ক জিতেন্দ্র চৌধুরী বলেন, পুলিশ বিজেপি আশ্রিত দুষ্কৃতিদের আটক করছে ঠিকই। কিন্তু, কিছুক্ষণ জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিচ্ছে। ফলে, কিছু মানুষ এতটাই ভয়ে রয়েছেন, তাঁরা সন্ত্রাসের শিকার হয়েই পুলিশের কাছে যেতে সাহস পাচ্ছেন না।