ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ মার্চ।।নিজ স্কুলেই সংবর্ধিত হলো সদরের সেরা ক্রিকেটাররা। এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে সংবর্ধনা জানানো হয় ভবনস ত্রিপুরা বিদ্যামন্দিরের ক্রিকেটারদের। এবছর সদর অনূর্ধ্ব-১৫ ক্রিকেটে দাপটের সঙ্গে খেলে সেরা হয়েছে ভবনস ত্রিপুরা বিদ্যামন্দির। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভবনস আগরতলা ও কলকাতা শাখার ডিরেক্টর, ম্যানেজিং কমিটির সদস্যরা, বি এড কলেজের অধ্যক্ষ এবং স্কুলের শিক্ষক এবং শিক্ষিকা-রা। সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি ক্রিকেটারদের হাতে পুষ্পস্তবক, ফটো ফ্রেম এবং স্মারক তুলে দেওয়া হয়। সংবর্ধনা পেয়ে আপ্লুত ক্রিকেটাররাও। জয়ের ধারা আগামীদিনেও বজায় রেখে স্কুলকে শীর্ষস্থানে বসিয়ে রাখা অঙ্গিকার বদ্ধ থাকে ক্রিকেটাররা। পাশাপাশি সংবর্ধনা জানানো হয়স্কুলের শারীরশিক্ষক বিপ্লব রায়-কেও। ওনার অক্লান্ত পরিশ্রমেই স্কুল সাফল্যের শিখরে পৌছেছে মনে করছেন স্কুলের ম্যানেমেন্ট কমিটি।
2023-03-11