কাটিগড়া (অসম), ৯ মার্চ (হি.স.) : কাছাড় জেলার ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা মহাদেবপুরে বিএসএফ-এর উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। সীমান্তবর্তী এলাকায় স্বাস্থ্য কেন্দ্র থাকলেও কোনও পরিষেবা নেই। যার ফলে সীমান্তবর্তী অনেক প্রত্যন্ত গ্রামের বাসিন্দারা স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত।
আজ বৃহস্পতিবার বিএসএফ-এর ১ নম্বর বাহিনীর উদ্যোগে স্বাস্থ্য শিবিরে উপচেপড়া ভিড় ছিল। এদিন বিএসএফ-এর শিলচর সেক্টরের মিজোরাম-কাছাড় ফ্রন্টিয়ারের ১ নম্বর ব্যাটালিয়নের তরফে স্বাস্থ্য শিবির ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয় মহাদেবপুর সীমা চৌকিতে।
সকালে শিবিরের উদ্বোধন করেন বিএসএফ-এর ১ নম্বর ব্যাটালিয়নের কমান্ডেন্ট সুধীর কুমার শর্মা। স্বাস্থ্য পরীক্ষা করেন ডা. রেশমি বরা। সকাল দশটা থেকে বেলা দুটা পর্যন্ত সীমান্ত এলাকার মানুষজন নিজেদের শারীরিক সমস্যা নিয়ে আসেন। নির্দিষ্ট সমস্যাবলি পরীক্ষার পর তাঁদের প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয় বিএসএফ-এর তরফ থেকে।
কমান্ডেন্ট সুধীর কুমার শর্মা বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি সাধারণ মানুষের পাশে রয়েছে বিএসএফ। সারা বছর সিভিক অ্যাকশন প্রোগ্রামের মধ্য দিয়ে বিভিন্ন সামাজিক কাজ করে থাকে তাঁদের ১ নম্বর বাহিনী। বৃহস্পতিবার আয়োজিত স্বাস্থ্য পরীক্ষা শিবিরে ১৫৮ জন রোগী পরিষেবা গ্রহণ করেছেন, জানান তিনি।