টাকা ভর্তি ব্যাগ ফিরিয়ে দিয়ে সততার পরিচয় দিলেন এক ব্যক্তি

আগরতলা, ৯ মার্চ (হি.স.): এটিএম কার্ড সহ টাকা ভর্তি ব্যাগ রাস্তার কুড়িয়ে পেয়ে পশ্চিম থানায় জমা দিলেন এক ব্যক্তি। পুলিশ তাঁর মানবিক আচরণে তাঁকে কুর্নিশ জানিয়েছে। 

ঘটনার বিবরনে জনৈক পুলিশ আধিকারিক জানিয়েছেন,গতকাল রাত সাড়ে ৮টা নাগাদ প্রতাপগড় এলাকার বাসিন্দা জয় গোপাল বণিক বাজার থেকে বাড়ি ফেরার পথে মহারাজগঞ্জ বাজার স্থিত সরতাজ কেক পার্লারের সামনে টাকা সহ একটি মানিব্যাগ পেয়েছিলেন। ব্যাগটি খুলে তিনি দেখতে পান তাতে প্রচুর নগদ টাকা সহ এটিএম কার্ড রয়েছে। তিনি তখনই সিদ্ধান্ত করেন ব্যাগটি পুলিশের হাতে তুলে দেবেন। সেই মোতাবেক আজ দুপুরে পশ্চিম থানায় তিনি এসে টাকা ভর্তি মানিব্যাগটি ফিরিয়ে দিয়েছেন।

এবিষয়ে জয় গোপাল বনিক বলেন,মানুষ দিনরাত কষ্ট করে অর্থ উর্পাজন করেন। এই কষ্টার্জিত অর্থ যেন প্রকৃত মালিক ফিরে পান তার জন্য তিনি পুলিশের হাতে কুড়িয়ে পাওয়া ব্যাগটি তুলে দিয়েছেন।