বাকসায় আহত বুনো হাতিকে চিকিৎসা প্ৰদান

বাকসা (অসম), ৭ মার্চ (হি.স.) : বাকসা জেলার অন্তর্গত ভারত-ভুটান সীমান্ত চৌকি এলাকায় অসুস্থ দাঁতাল হাতির চিকিৎসা করা হয়েছে। দুদিন আগে ওই এলাকায় হাতিটিকে প্রথমে দেখতে পান স্থানীয়রা। সামনের পায়ে আঘাতের কারণে হাতিটি হাঁটতে পারছিল না দেখে প্রত্যক্ষদর্শীরা খবর দেন স্থানীয় বন দফতরে।

খবর পেয়ে আজ মঙ্গলবার বাকসার ডিএফও পিকে ব্রহ্মের নেতৃত্বে ৬৪ নম্বর এসএসবি জি কোম্পানি, মানস চৌকি ইকো ট্যুরিজম সোসাইটি এবং মানস চৌকি খানখার ইকো ট্যুরিজম সোসাইটির কর্মকর্তাদের সাহায্যে হাতিটির চিকিৎসা করা হয়। মানস রাষ্ট্রীয় উদ্যান থেকে আগত পশু চিকিৎসক দাওহারু ব্রহ্ম চিকিৎসা করেন আঘাতপ্রাপ্ত হাতির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *