নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ মার্চ৷৷ মন্ত্রিত্ব ও সরকারের সুবিধা করে দিতে কোন জোট হবে না৷ মঙ্গলবার রাজ্যে ফিরে বলেন তিপ্রা মথা সুপ্রীমো প্রদ্যোত কিশোর দেববর্মা৷ মঙ্গলবার শিলং থেকে গুয়াহাটি হয়ে রাজ্যে ফেরেন তিনি৷ এম বি বি বিমানবন্দরে তিপ্রা মথার সুপ্রীমো জানান বিজেপি-র কাছ থেকে ফোন এসেছিল৷ সরকারের সঙ্গে থাকার জন্য দুই তিন জন আলোচনা করেন৷ এই ক্ষেত্রে তিনি তার বক্তব্য স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন৷ সাংবিধানিক অধিকার আদায়ে লিখিত প্রতিশ্রুতি প্রদান করতে হবে৷ সরকারে বসার লোভে মন্ত্রিত্ব নিয়ে নিলেই চলবে না৷ আই পি এফ টি – যে পথে এগিয়েছিল তার পুনরাবৃত্তি ঘটাতে চায় না তিপ্রা মথা৷ সম্মান জানিয়ে সাংবিধানিক ভাবে অধিকার আদায়ের বিষয়টি স্পষ্ট হলেই আগামীর সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানান মথা সুপ্রীমো৷ আসামের মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে বৈঠকে গিয়েছিলেন তিনি৷ কিন্তু আলোচনায় বসে রাজনৈতিক সমস্যার সামাধান না ঘটিয়ে জাতির সমস্যার সমাধান ঘটাতে হবে বলে জানান মথা সুপ্রীমো৷ ৩৩ শতাংশ জনজাতিদের ব্রাত্য রেখে কেউ ত্রিপুরায় ক্ষমতা চালাতে চাইলে আগামী দিনে তাদের সমস্যায় পড়তে হবে৷ মন্ত্রিত্ব ও সরকারের সুবিধা করে দিতে কোন জোট হবে না বলে জানান স্পষ্ট জানান তিনি৷
2023-03-07