তেজপুর (অসম), ৭ মাৰ্চ (হি.স.) : শোণিতপুর জেলার অন্তর্গত জামুগুড়িহাটের কুসুমটোলায় ভয়ংকর এক সড়ক দুৰ্ঘটনায় ঘটনাস্থলে নিহত হয়েছেন জনৈক বাই-সাইকেল আরোহী৷ দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। হত ব্যক্তিকে কুসুমটোলা পিঠাগুড়ি গ্রামের পোনা নায়ক বলে পরিচয় শনাক্ত করা হয়েছে৷
জানা গেছে, হোলির জন্য স্থানীয় বাজার থেকে আবির কিনতে গেলে বিশ্বনাথ-তেজপুর থেকে আগত এএস ১২ টি ৮৮১৮ নম্বরের একটি যাত্রীবাহী গাড়ি পিছন থেকে ধাক্কা মারে পোনা নায়ককে। প্রচণ্ড ধাক্কায় ঘটনাস্থলে মাটিতে পড়ে প্রাণ হারান তিনি।
পোনা নায়কের মৃত্যুতে এলাকার পরিস্থিতি সঙ্গে সঙ্গে উত্তপ্ত হয়ে ওঠে। উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় জামুগুড়ি পুলিশ। তাঁরা নায়কের মৃতদেহ উদ্ধারের পাশাপাশি ঘাতক যাত্রীবাহী গাড়িকে বাজেয়াপ্ত করেন।