গরৈমারি (অসম), ৫ মাৰ্চ (হি.স.) : দক্ষিণ কামরূপের গরৈমারি মিলিজুলি বাজারে শনিবার রাতে ড্ৰাগস সহ এক পাচারকারী যুবককে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় জনতা। আটক ড্ৰাগস পাচারকারী যুবক গরৈমারি মহিমারি গ্রামের হারুনাল শেখ বলে পরিচয় শনাক্ত হয়েছে।
জানা গেছে, গতকাল শনিবার রাতে স্থানীয় বাজারে অজ্ঞাতপরিচয় এক যুবকের সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। তাঁরা যুবকটির পিছু ধাওয়া করতে চাইলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সে। স্থানীয় যুবকরা তখন তাকে ধরে তল্লাশি করলে জ্যাকেটের পকেট থেকে উদ্ধার হয় দশটি ড্রাগস ভর্তি কন্টেইনার।
এর পর তারা জোরশিমুলি থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশের দল এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়। জোরশিমুলি থানার ওসি বিশ্বজ্যোতি দাস জানান, ধৃত যুবকের বিরুদ্ধে মাদক আইনে মামলা নথিভুক্ত করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মাদক পাচারের লিংক খতিয়ে দেখছেন তাঁরা।