বিধিভঙ্গের দায়ে অভিযুক্ত অ্যামাজন পে ইন্ডিয়া, বড়সড় জরিমানা করল আরবিআই

মুম্বই, ৪ মার্চ (হি.স.): অ্যামাজন পে ইন্ডিয়া লিমিটেডকে ৩ কোটি ৬ লক্ষ ৬৬ হাজার টাকা জরিমানা করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। প্রিপেড পেমেন্ট ও কেওয়াইসি সম্পর্কিত বিধিভঙ্গের জন্য় এই জরিমানা করেছে আরবিআই। শীর্ষ ব্যাঙ্কের জারি করা এক নোটিশে বলা হয়েছে, অ্যামাজন পে-র বক্তব্যে অসঙ্গতি রয়েছে।

বেশ কিছু দিন ধরে প্রিপেড লেনদেন ও কেওয়াইসি উপভোক্তাদের সঙ্গে চুক্তি নিয়ে নানা অনিয়ম লক্ষ্য করা যাচ্ছিল। একটি প্রেস রিলিজে আরবিআই জানিয়েছে, এই পদক্ষেপটি নিয়ন্ত্রক সম্মতির ঘাটতিগুলির উপর ভিত্তি করে করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *