খড়িবাড়ি, ২ মার্চ (হি.স.) : ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কির ল্যান্ড কাস্টমস অফিস থেকে ভুটান সীমান্তের নাগরাকাটা ও কুলকুলি ল্যান্ড কাস্টমস অফিসে ভার্চুয়ালি ইডিআই (ইলেকট্রনিক ডাটা ইন্টারচেঞ্জ) সিস্টেমের উদ্ধোধন করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। চারদিনের সিকিম সফরের পর বৃহস্পতিবার তিনি শিলিগুড়ি থেকে সড়ক পথে সোজা চলে আসেন ভারত নেপাল সীমান্তের পানিট্যাঙ্কিতে।
এসএসএবির ৪১ নং ব্যাটালিয়ানের গৌড়সিং জোত বিওপিতে গিয়ে তিনি প্রথমে উদ্ধোধনি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও কাস্টমস আধিকারিক ও এজেন্টদের সঙ্গে কথা বলেন। এরপর পানিট্যাঙ্কির ল্যান্ড কাস্টমস অফিসে এসে তিনি ভুটান সীমান্তের দুটি স্থল বন্দরের ইডিআই সিস্টেম ভার্চুয়ালি উদ্ধোধন করেন। এরপর তিনি ইডিআই সিস্টেমের মাধ্যমে ভুটানের একটি গাড়িকে নেপালে যাওয়ার ছাড়পত্র দেন। এরপর তিনি ভারত নেপাল সীমান্ত এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন।
সীতারামন জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে ভারত লাগোয়া নেপাল, বাংলাদেশ ও ভুটানের আন্তর্জাতিক সীমান্তগুলিতে পণ্য আমদানি ও রফতানির ক্ষেত্রে জটিলতা দূর করতেই ইডিআই সিস্টেম চালু করা হয়েছে। এই সিস্টেম চালু হাওয়ায় ফলে পণ্যবাহী ট্রাক দ্রুতার সঙ্গে এক আন্তর্জাতিক স্থল বন্দর থেকে অন্য আন্তর্জাতিক স্থল বন্দরে পৌছে যাবে। এতে সময় অনেক কম লাগবে। এছাড়াও কাগজপত্র সম্পর্কিত ঝামেলা কমে যাবে বলে জানান তিনি। পাশাপাশি তিনি আরও জানান, ইডিআই সিস্টেম চালু হবার ফলেও নাশকতা চোরাচালান বহুলাংশে রোখা সম্ভব হবে।

