নাগাল্যান্ডে ১৫,৮২৪ ভোটের ব্যবধানে বিজয়ী মুখ্যমন্ত্রী নেইফিউ রিও

কোহিমা, ২ মার্চ (হি.স.) : নাগাল্যান্ডে বিশাল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বিজেপির জোটশরিক ‘ন্যাশনাল ডেমোক্র্যাটিক প্রগ্রেসিভ পার্টি’ (এনডিপিপি)-প্রধান তথা মুখ্যমন্ত্ৰী নেইফিউ রিও। ১৫,৮২৪টি ভোটের পাশাপাশি ৯২.৮৭ শতাংশ-এর বিশাল ব্যবধানে উত্তর আঙ্গামি-২ বিধানসভা কেন্দ্রে জিতেছেন তিনি।

এই খবর লেখা পর্যন্ত ভোট গণনা চলছে। নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনে বহু হেভিওয়েট নেতা বিজয়ী হয়েছেন। তবে প্ৰধান আঞ্চলিক দল নাগা পিপলস ফ্রন্ট (এনপিএফ) এবং কংগ্রেস বিধ্বস্ত হয়ে গেছে বিজেপি-এনডিপিপি ঝড়ে। রিওর দুর্দান্ত বিজয় ক্ষমতাসীন জোটের কাছে একটি বড় আশাব্যঞ্জক হিসেবে ধরা হচ্ছে। ভোটের ফলাফলে রাজ্য বিধানসভায় অনায়াসে একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে বিজেপি-এনডিপিপি জোট।

সরকারিভাবে ফলাফল ঘোষণার পর মুখ্যমন্ত্রী নেইফিউ রিও বলেন, তার দলের কাছে এই বিজয় নিশ্চিত ছিল। রাজ্যবাসী স্বস্তি পেতে তাঁর নেতৃত্বাধীন সরকারকে পুনরায় স্বাগত জানিয়েছেন। এর কারণও ব্যাখ্যা করেছেন তিনি। বলেন, সাম্প্রতিক বছরগুলিতে নাগাল্যান্ড বিদ্রোহী কার্যকলাপ এবং অর্থনৈতিক সমস্যা সহ বহু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। কেন্দ্রে মোদী নেতৃত্বাধীন এনডিএ সরকারের বদৌলতে বহ সমস্যা সমাধান হয়েছে এবং হচ্ছেও। এবারের বিপুল জয় রাজ্যের শাসন ব্যবস্থায় স্থিতিশীলতা ও ধারাবাহিকতা আনবে বলে আশা ব্যক্ত করেছেন নেইফিউ।
পোড় খাওয়া বরিষ্ঠ রাজনীতিবিদ নেইফিউ রিও ১৯৮৯ সাল থেকে উত্তরাঞ্চল আঙ্গামী-২ আসনে অপ্রতিরোধ্য হিসেবে অবতীৰ্ণ হয়েছেন। ২০১৪ সাল পর্যন্ত তিন মেয়াদে নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। তবে ২০১৪ সালে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে সাংসদ নির্বাচিত হয়ে জাতীয় রাজনীতিতে চলে গিয়েছিলেন রিও। পরে প্রধানমন্ত্রী মোদীর ইচ্ছায় এবং বিজেপির সঙ্গে জোট গঠন করে ২০১৮ সালে রাজ্য রাজনীতিতে চলে আসেন এবং এই আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিধায়ক নির্বাচিত হয়ে ফের মুখ্যমন্ত্রীর আসনে বসেন নেইফিউ।

উল্লেখ্য, ৬০ সদস্যের নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনে বিজেপি ২০টি আসনে এবং জোটশরিক এনডিপিপি ৪০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। এবার নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনে জাতীয় এবং আঞ্চলিক মোট ১২টি রাজনৈতিক দল প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *