ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩১ জানুয়ারি।। সদর আন্ত: স্কুল অনূর্ধ্ব-১৭ ক্রিকেট প্রতিযোগিতা শুরু ৪ ফেব্রুয়ারি থেকে। সোমবার অ্যাডভাইজারি টুর্ণামেন্ট কমিটির সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়। এবছর আসরে অংশ নেবে ২১ টি স্কুল। ওই স্কুলগুলোকে ৭ গ্রুপে ভাগ করা হবে। এছাড়া সিদ্ধান্ত হয়,২০-২২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বিপুল মজুমদার স্মৃতি সুপার ডিভিশন লিগ ক্রিকেট। ৬-১৮ ফেব্রুয়ারির মধ্যে স্থানীয় ক্রিকেটারদের নাম রেজিস্ট্রেশন করাতে হবে। ভিন রাজ্যের ক্রিকেটারদের রেজিস্ট্রেশন করাতে পারবে খেলার দুই দিন আগে। রাজ্য ক্রিকেট সংস্থার সচিব তাপস ঘোষ এক বিবৃতিতে এখবর জানিয়েছেন।
2023-01-31