ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩১ জানুয়ারি।। দ্বিতীয় স্থান দখলের লড়াইয়ে এগিয়ে চলছে চলমান সঙ্ঘ। প্রথম লিগে ত্রিপুরা স্পোর্টস স্কুলের সঙ্গে পরাজিত হওয়ার পর থেকে জয়ের ধারা অব্যহত রেখেছে সুজন সরকারের চলমান সঙ্ঘ। আসরে ৬ ম্যাচ খেলে ৪ টিতে জয়, ১ টি ম্যাচে পয়েন্ট ভাগ এবং ১ ম্যাচে পরাজিত হয়ে আপাতত দ্বিতীয় স্থানে রয়েছে চলমান সঙ্ঘ। খেলো ইন্ডিয়া অনূর্ধ্ব-১৭ বালিকাদের ফুটবলে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে মঙ্গলবার অনুষ্ঠিত ম্যাচে তেলিয়ামুড়ার হোলিক্রশ স্কুলকে ৪-১ গোলে পরাজিত করে চলমান সঙ্ঘের ফুটবলাররা। দক্ষতা এবং শক্তিতে দুদল সমশক্তি সম্পন্ন হলেও গতিতে হরিপূর্ণ জমাতিয়ার দল থেকে এগিয়ে ছিলো চলমান সঙ্ঘের ফুটবলাররা। এখানেই এগিয়ে যায় চলমান সঙ্ঘ। বিজয়ী দলের পক্ষে নেহা দাস দুটি গোল করে। এছাড়া অপর দুটি গোল করে পরমদীতা দেবনাথ এবং হামারি দেববর্মা। বিজীত দলের পক্ষে একমাত্র গোলটি করে তানিয়া মজুমদার। বিজয়ী দল প্রথমার্ধে এগিয়ে ছিলো ১-০ গোলে। খেলা পরিচালনা করেন সুকান্ত দেবনাথ। এদিকে আজ হবে দুটি ম্যাচ। সকাল ১১ টায় বিশ্রামগঞ্জ প্লে সেন্টার খেলবে মাইথুলুং বাড়ি স্কুলের বিরুদ্ধে এবং দুপুর ১টায় ত্রিপুরা স্পোর্টস স্কুল খেলবে কিল্লা মর্ণিং ক্লাবের বিরুদ্ধে।
2023-01-31