নয়াদিল্লি, ৩১ জানুয়ারি (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের মধ্যে দিয়ে মঙ্গলবার শুরু হয়েছে সংসদের বাজেট অধিবেশন। কিন্তু, খারাপ আবহাওয়া ও তুষারপাতের কারণে শ্রীনগরে আটকে পড়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী-সহ অনেক কংগ্রেস নেতা ও সাংসদরা। রাষ্ট্রপতির অভিভাষণে অংশ নিতে পারেননি কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরীও।
অনেকজন কংগ্রেস সাংসদ রাষ্ট্রপতির অভিভাষণে যোগ দিতে না পারলেও, যোগ দিয়েছেন কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন ও সাংসদ সোনিয়া গান্ধী। এদিকে, রাষ্ট্রপতির ভাষণের সময় অধিবেশনে ছিল না আম আদমি পার্টি (আপ) এবং বিআরএস (তেলঙ্গানা রাষ্ট্র সমিতি বা টিআরএসের নতুন নাম)। শ্রীনগর থেকে বিমান বিলম্ব করায় অধিবেশনে থাকতে পারেননি কংগ্রেস সাংসদরা। দিল্লিতে আসতে না পারায় এদিন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এবং দলের সাধারণ সম্পাদিকা প্রিয়াঙ্কা গান্ধী বঢরা গান্ডেরবালের তুলমুল্লার খীর ভবানী দুর্গা মন্দির পরিদর্শন করেছেন।