কলকাতা, ৩০ জানুয়ারি (হি. স.) : গঙ্গা আরতি মামলায় জামিন পেলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
গত ১০ জানুয়ারি জাজেস ঘাটে বিনা অনুমতিতে গঙ্গা আরতি করেন সুকান্ত মজুমদার। যা ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায়। সেই ঘটনায় গ্রেফতার হন সুকান্ত মজুমদার সহ ৮১ জন বিজেপি নেতা কর্মী। ঘটনার দিন থানা থেকে জামিন নেন তাঁরা। এবার জামিনের শর্ত অনুসারে, বিচার ভবন থেকে নিয়ম মেনে আবেদন করে জামিন পেলেন মোট ৪৪ জন।
জামিন পাওয়ার পরই সুকান্ত মজুমদার বলেন, পশ্চিমবঙ্গের কী অবস্থা দেখুন। গঙ্গা আরতি করতে গেলেও তার জন্য মামলা হচ্ছে। আমি গঙ্গা আরতি করেছি বলে আমার নামে মামলা করা হয়েছে। আজ সেই মামলার জামিন হল। আমার সঙ্গে আরও কয়েকজন কর্মীরও জামিন হল। এখনও ২৩ জনের জামিন হয়নি। আগামীদিনে হবে। আমরা দেখেছি ঔরঙ্গজেবও এক সময় এরকম করত। তবে আমরা লড়াই করতে জানি। উল্লেখ্য, ভারতীয় দণ্ডবিধি ১৪৩, ২৮৩,১৮৮ ধারায় মামলা করা হয়েছিল সুকান্ত-সহ বাকি বিজেপি সমর্থকদের বিরুদ্ধে। সেই মামলায় জামিন পেলেন তাঁরা।