পুণ্যতিথিতে গান্ধীজিকে শ্রদ্ধার্ঘ্য প্রধানমন্ত্রীর, শহিদদের আত্মত্যাগকে জানালেন কুর্নিশ

নয়াদিল্লি, ৩০ জানুয়ারি (হি.স.): পুণ্যতিথিতে জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সকালে এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, পুণ্যতিথিতে বাপুকে প্রণাম ও শ্রদ্ধার্ঘ্য, স্মরণ করছি তাঁর মূল্যবান চিন্তাভাবনা।

প্রধানমন্ত্রী টুইটে আরও লিখেছেন, আমাদের দেশের সেবায় যাঁরা শহিদ হয়েছেন তাঁদেরও শ্রদ্ধা নিবেদন করছি। শহিদদের আত্মত্যাগ কখনই ভুলে যাওয়া সম্ভব নয় এবং উন্নত ভারত গঠনের লক্ষ্যে তাঁরাই আমাদের সঙ্কল্পকে শক্তিশালী করছেন।”