ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩০ জানুয়ারি।। অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে চাম্পামুড়া। সুপার ফোরে খেলা নিশ্চিত হলেও গ্রুপ লীগের শেষ ম্যাচে চাম্পামুড়া ২৫৭ রানের বড় ব্যবধানে কর্নেল চৌমুহনি কোচিং সেন্টারকে পরাজিত করেছে। খেলা ছিল নরসিংগড়ে পঞ্চায়েত মাঠে। সকাল ন টায় ম্যাচ শুরুতে টস জিতে চাম্পামুড়া প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৪৫ ওভারে ছয় উইকেট হারিয়ে ৩৬৪ রানের বিশাল স্কোর দাঁড় করায়। দলের পক্ষে অধিনায়ক অর্কজিৎ সাহার ১৯১ রান এবং স্নেহাশীষ পালের ৯৪ রান যথেষ্ট উল্লেখযোগ্য। অর্কজিৎ ১৩১ বল খেলে ৩৫ টি বাউন্ডারি মেরে ১৯১ রান সংগ্রহ করে। স্নেহাশীষ ৭৮ টি বল খেলে ১৬ টি বাউন্ডারি মেরে ৯৪ রান পায়। ওপেনার অধী দেবনাথ পেয়েছে একত্রিশ রান। কর্নেল চৌমুহনীর নীল দেববর্মা, অঙ্গদ শীল ও অর্কজিৎ চক্রবর্তী প্রত্যেকে দুটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে কর্নেল চৌমুহনী ক্রিকেট কোচিং সেন্টার ৬৭ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। ওপেনার অধিনায়ক অর্কজিত চক্রবর্তী সর্বাধিক ২৭ রান পায়। চম্পামুড়ার অতনু রায়, শান বণিক, সন্দীপন দাস ও রাহুল দেবনাথ দুটি করে উইকেট পেয়েছে। দুর্দান্ত ১৯১ রান সংগ্রহকারী অর্কজিৎ পেয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব।
2023-01-30