বন্দে ভারতে হামলার ঘটনায় অভিযুক্তদের কড়া শাস্তির দাবি, হাই কোর্টে মামলা

কলকাতা, ৩০ জানুয়ারি (হি. স.) : বন্দে ভারত এক্সপ্রেসে হামলার ঘটনা এবার আদালতের দোরগোড়ায়। বিষয়টি নিয়ে সোমবার কলকাতা হাই কোর্টে মামলা দায়ের হয়েছে। জনস্বার্থ মামলাটি করেছেন আইনজীবী রমাপ্রসাদ সরকার। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হতে পারে বলে খবর।

নতুন বছরের প্রথম দিন অর্থাৎ ১ জানুয়ারি থেকে এ রাজ্যে চালু হয় ‘সেমি হাইস্পিড’ ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত চলছে ট্রেনটি। সাড়ে ৭ ঘণ্টার মধ্যেই উত্তরবঙ্গে পৌঁছে দেয় বন্দে ভারত এক্সপ্রেস। ট্রেনটি চালু হওয়ার পরদিন থেকেই তাতে হামলার ঘটনা ঘটে। একমাসের মধ্যে অন্তত ৩ বার হামলা চলে এই ট্রেনে। বাইরে থেকে পাথর ছোঁড়া হয় ট্রেন লক্ষ্য করে। তাতে ট্রেনের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। কোনও ঘটনায় অভিযুক্তরা চিহ্নিত হয়েছে। কোনও ঘটনায় আবার অভিযুক্তদের ধরাও যায়নি।