ইসলামাবাদ, ৩০ জানুয়ারি (হি.স.) : আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের পেশোয়ার, সন্ত্রাসী হামলায় রক্তাক্ত হল মসজিদ। সোমবার দুপুরে প্রার্থনার সময় পেশোয়ারের পুলিশ লাইন্স এলাকায় মসজিদের মধ্যে নিজেকে বিস্ফোরণে উড়িয়ে দেয় এক আত্মঘাতী বোমারু। পুলিশ জানিয়েছে, নামাজের সময় সামনের সারিতে উপস্থিত ছিল আত্মঘাতী ওই হামলাকারী, এমনটাই মনে করছে পুলিশ। আত্মঘাতী বোমারু নিজেকে বিস্ফোরণে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩২ জনের এবং ১৪৭-এর বেশি মানুষ আহত হয়েছেন।
সোমবার দুপুর ১. ৪০ মিনিট নাগাদ জোহরের নামাজ পড়ার সময় বিস্ফোরণ ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় লেডি রিডিং হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩২ জনের ও আহতের সংখ্যা ১৪৭-এর বেশি। আহতদের মধ্যে ৩০ জনের অবস্থা সংকটজনক। বিস্ফোরণের পর গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। এখনও কোনও জঙ্গি সংগঠন হামলার দায় স্বীকার করেনি। বিপুল সংখ্যক মানুষ হাসপাতালে ভর্তি হওয়ায় রক্তের অভাব দেখা দিয়েছে।