রাহুলের পদযাত্রার শেষদিনের অনুষ্ঠানে থাকছে না তৃণমূল কংগ্রেস

নয়াদিল্লি, ২৯ জানুয়ারি (হি.স.) : আগামীকাল সোমবার শেষ হতে চলেছে রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা। গত ৭ সেপ্টেন্বর কন্যাকুমারী থেকে পদযাত্রা শুরু হয়ে আগামীকাল সোমবার কাশ্মীরে পদযাত্রা শেষ হচ্ছে। যাত্রার শেষদিনে বিজেপি-বিরোধী ২১টি দলকে আমন্ত্রণ জানানো হয়েছিল কংগ্রেসের তরফে। কিন্তু, কয়েকটি দল নিরাপত্তার দোহাই দিয়ে সেই অনুষ্ঠানে শামিল হচ্ছে না। তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি এবং টিডিপির মতো কয়েকটি দল ছাড়া মোট ১২টি বিরোধী দল রাহুল গান্ধীর ভারত জোড়ো পদযাত্রার শেষদিনে হাজির থাকবে।

এম কে স্ট্যালিনের ডিএমকে, শরদ পাওয়ারের এনসিপি, তেজস্বী যাদবের আরজেডি, নীতীশ কুমারের জেডিইউ, উদ্ধব ঠাকরের শিবসেনা, সিপিএম, সিপিআই, ভিসিকে, কেরল কংগ্রেস, ফারুক আবদুল্লার ন্যাশনাল কনফারেন্স, মেহবুবা মুফতির পিডিপি এবং শিবু সোরেনের জেএমএম শ্রীনগরে শেষ হতে চলা পদযাত্রায় হাজির থাকবে।
প্রসঙ্গত, গত ৭ সেপ্টেম্বর কন্যাকুমারী থেকে শুরু হয়ে ভারত জোড়ো যাত্রা আগামিকাল, ৩০ জানুয়ারি শেষ হবে শ্রীনগরে। মোট ৩৯৭০ কিমি পথ হেঁটেছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি। ১২টি রাজ্য এবং ২টি কেন্দ্রশাসিত অঞ্চল পেরিয়ে যাওয়া এই পদযাত্রায় শামিল হয়েছিলেন অসংখ্য বিশিষ্ট ব্যক্তি ও নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *