আগরতলা, ২৮ জানুয়ারি(হি. স.) : ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে ১৭টি আসনে কংগ্রেস প্রার্থী ঘোষণা দিয়েছে। তাতে, বামেদের সাথে জোট নিয়ে জট তৈরি হয়েছে। কারণ, বামেরা কংগ্রেসের জন্য ১৩ টি আসন ছেড়েছিল। এ-বিষয়ে বামফ্রন্টের আহবায়ক নারায়ণ কর বলেন, আসন নিয়ে কংগ্রেসের সাথে আজ রাতে পুণরায় আলোচনা হবে। তাঁদের বিবেচনার জন্য আবেদন জানাবে বামফ্রন্ট। আগামীকাল দুপুরের চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে।
আজ এআইসিসি সাধারণ সম্পাদক মুকুল ওয়াসনিক এক প্রেস বিবৃতিতে জানিয়েছেন, ২০২৩ বিধানসভা নির্বাচনে ত্রিপুরার প্রার্থী তালিকা চূড়ান্ত হয়েছে। কংগ্রেসের ১৭ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি জানান, মোহনপুরে প্রশান্ত সেন চৌধুরী, বড়জলা শিষ্ট মোহন দাস, আগরতলা সুদীপ রায় বর্মণ, টাউন বড়দোয়ালি আশীষ কুমার সাহা, বনমালিপুর গোপাল রায়, মজলিশপুর কেশব সরকার, বাধারঘাট রাজ কুমার সরকার, সূর্যমনিনগর সুশান্ত চক্রবর্তী, চড়িলাম অশোক দেববর্মা, তেলিয়ামুড়া অশোক কুমার বৈদ্য, রাধাকিশোরপুর টিটন পাল, মাতাবাড়ি প্রণজিত রায়, কমলপুর রুবি গোপ, করমছড়া দিবা চন্দ্র রাঙ্খল, পাবিয়াছড়া সত্যবান দাস, কৈলাসহর বীরজিৎ সিনহা এবং ধর্মনগরে চয়ন ভট্টাচার্য প্রার্থী হয়েছেন।
কংগ্রেসের প্রার্থী তালিকা নিয়ে বামফ্রন্টের আহবায়ক নারায়ণ কর বলেন, বিজেপি-কে হারাতে সর্বোচ্চ আত্মত্যাগ দেওয়ার জন্য আমরা প্রস্তুত হয়েছি। তাই, কৈলাসহরে সিপিএমের বর্তমান বিধায়ক মবস্বর আলীকে প্রার্থী না করে কংগ্রেসের জন্য ছেড়ে দিয়েছি। তার পরিণাম সিপিএমের লোকসানের হবে, জেনেও ওই কঠিন সিদ্ধান্ত নিয়েছি। সেখানে কংগ্রেসের এই প্রার্থী তালিকা বিবেচনা প্রসূত হয়নি, ক্ষোভের সুরে মন্তব্য করেন তিনি।
তাঁর বক্তব্য, আজ আসন নিয়ে কংগ্রেসের সাথে পুণরায় বৈঠকে বসবে বামফ্রন্ট। তাঁদের বোঝানোর চেষ্টা করা হবে। এক্ষেত্রে আগামীকাল দুপুরের মধ্যে চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে, আশা প্রকাশ করে বলেন তিনি।

