দিল্লির তাপমাত্রা কমতেই ফিরল কনকনে শীত, বাতাসের গুণগতমান ”খুব খারাপই”

নয়াদিল্লি, ২৮ জানুয়ারি (হি.স.): ফের পারদ-পতন রাজধানী দিল্লিতে, শনিবার একধাক্কায় অনেকটাই নামল দিল্লির তাপমাত্রা। এদিন রাজধানী সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। পারদ-পতন হতেই কনকনে শীতের আমেজ ফিরেছে রাজধানীতে।

তবে, দিল্লির বাতাসের গুণগতমান এদিনও ছিল ”খুব খারাপ” পর্যায়ে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দেওয়া তথ্য অনুযায়ী, সকাল ৯টা নাগাদ দিল্লিতে বাতাসের গুণগতমান ছিল ৩১৫, যা খুব খারাপ পর্যায়েই পড়ে। সকাল ৮.৩০ মিনিট নাগাদ দিল্লিতে আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ।