৭ রামনগর কেন্দ্রে ভোট প্রচার করছেন নির্দল প্রার্থী পুরুষোত্তম রায় বর্মন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জানুয়ারী৷৷ আসন্ন বিধানসভা নির্বাচনে ৭ নম্বর রামনগর বিধানসভা কেন্দ্রে নির্দল প্রার্থী পুরুষোত্তম রায় বর্মনকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়ে প্রার্থী ও তার অনুগামীরা রামনগর বিধানসভা এলাকায় বাড়ি বাড়ি ভোট প্রচারে শামিল হয়েছেন৷  ৭ রামনগর বিধানসভা এলাকায় প্রার্থী হয়েছেন রাজ্য মানবাধিকার কমিশনের সচিব বিশিষ্ট আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন৷৷ তিনি নির্দল প্রার্থী হিসেবে এবারের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন৷ কংগ্রেস এবং সিপিআইএম নির্দল প্রার্থী পুরুষোত্তম রায় বর্মনকে ইতিমধ্যে সমর্থন জানিয়েছে৷ এই কেন্দ্রে কংগ্রেস ও সিপিআইএম প্রার্থী দেবেনা৷ রাজ্যের শাসকদল বিজেপি প্রার্থীর সঙ্গেই নির্দল প্রার্থীর প্রতিদ্বন্দিতা হওয়ার সম্ভাবনা প্রবল৷ শনিবার নির্দল প্রার্থী মানবাধিকার কর্মী পুরুষোত্তম রায় বর্মন রামনগর বিধানসভা এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করেন৷ ভোট প্রচারে গিয়ে তিনি জনগণের কাছ থেকে দারুন সারা পেয়েছেন৷ এদিন ভোট প্রচারে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুরুষোত্তম রায় বর্মন বলেন রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধার করার আহ্বানে তিনি এবারের বিধানসভা নির্বাচনে মানবাধিকার কমিশনের কর্মী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন৷  জনগণ তাকে বিপুল ভোটে জয়ী করবেন বলে আশা ব্যক্ত করেছেন৷