থানে, ২৭ জানুয়ারি (হি.স.): মহারাষ্ট্রের থানে জেলার ভিওয়ান্ডি শহরে বহুতলের একাংশ ভেঙে প্রাণ হারালেন ৩৭ বছর বয়সী একজন মহিলা। দু’তলা বাণিজ্যিক বহুতলের একাংশ ভেঙে আহত হয়েছেন একজন, তাঁকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। শুক্রবার ভোররাত ৩.৩০ মিনিট নাগাদ ভিওয়ান্ডি শহরের খাদিপার লোকালিটিতে অবস্থিত বহুতলের একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে।
নিজামপুরা থানার পক্ষ থেকে জানানো হয়েছে, বহুতলের গ্রাউন্ড ফ্লোরে সাতটি দোকান ছিল। বহুতলের ওপরে বাণিজ্যিক কিছু প্রতিষ্ঠান ছিল। বহুতলের একাংশ ভেঙে পড়ার পরই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল। শুরু হয় উদ্ধারকাজ। থানে পৌর নিগম জানিয়েছে, বহুতলের একাংশ ভেঙে প্রাণ হারিয়েছেন ৩৭ বছর বয়সী একজন মহিলা। একজনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।