ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ জানুয়ারি।। দুরন্ত জয়। তেলিয়ামুড়া মহকুমার। ৯৬ রানে পরাজিত করলো ধর্মনগর মহকুমাকে। পাশাপাশি শেষ চারে যাওয়ার দৌড়েও এগিয়ে গেলো। রাজ্য সিনিয়র ক্রিকেটের প্লেট গ্রুপে। শুক্রবার বাইখোরা স্কুল মাঠে ব্যাটে-বলে প্রাধান্য দেখিয়েই জয় পায় তেলিয়ামুড়া। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে তেলিয়ামুড়া মহকুমা ২৪৬ রান করে। দলের পক্ষে শুভঙ্কর দেবনাথ ৬৩ বল খেলে ৯ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৬৮,দুর্লব রায় ৪৪ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৩, মিন্টু দেবনাথ ৩৩ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৫ এবং তন্ময় মজুমদার ৫৭ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২৩ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ৪৪ রান। ধর্মনগরের পক্ষে ধনবীর সিং (৩/৪৩) এবং অমল দাস (৩/৬১) সফল বোলার। জবাবে খেলতে নেমে ধর্মনগর মহকুমা মাত্র ১৫০ রান করতে সক্ষম হয়। প্রথম সারির ব্যাটসম্যানদের ব্যর্থতায় দল পরাজিত হয়। দলের পক্ষে সানি সিনহা ৩৫ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৭ এবং আবু হাসান ১৬ বল কেলে ২ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২২ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ৩৮ রান। তেলিয়ামুড়ার পক্ষে পামির দেবনাথ (৩/৩০) সফল বোলার।
2023-01-27