মুম্বই, ২৭ জানুয়ারি (হি.স.): দমকল কর্মীদের ৭ ঘন্টারও বেশি সময়ের চেষ্টায় নিভল মুম্বইয়ের আর এ রেসিডেন্সি টাওয়ার বহুতলের আগুন। বৃহস্পতিবার রাতে সেন্ট্রাল মুম্বইয়ের দাদর পূর্ব এলাকায় অবস্থিত আর এ রেসিডেন্সি টাওয়ার বহুতলে আগুন লাগে। সারারাত চেষ্টার পর শুক্রবার ভোররাতে ওই বহুতলের আগুন নেভানো সম্ভব হয়েছে।
পুলিশ ও দমকল সূত্রের খবর, বৃহস্পতিবার রাত ৮.৩০ মিনিট নাগাদ মুম্বই মারাঠি গ্রন্থ সংগ্রহালয়ের উল্টোদিকে অবস্থিত আর এ রেসিডেন্সি বিল্ডিংয়ে আগুন লাগে। ৪৪ তলা ওই বহুতলের ৪২ তলায় একটি বন্ধ থাকা আবাসনের ভিতরে আগুন লাগে। অগ্নিকান্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। সারারাতের চেষ্টার পর শুক্রবার ভোররাত ৩.৫০ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই অগ্নিকান্ডে কেউ হতাহত হননি।