আগরতলা, ২৭ জানুয়ারি (হি.স) : ত্রিপুরায় আজ শুক্রবার ৫০টি বিধানসভা কেন্দ্রে বিভিন্ন রাজনৈতিক দলের ৬৩ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। তাতে, এখন পর্যন্ত মোট ৭৬ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এদিকে দুইটি কেন্দ্রে সিপিএম প্রার্থী পরিবর্তন করেছে।
আজ ত্রিপুরার মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, একইদিনে ৫০টি বিধানসভা কেন্দ্রে ৬৩টি মনোনয়ন পত্র জমা পড়েছে। তিনি জানান, সিপিএমের ৩৮টি, সিপিআই ১টি, আমরা বাঙালি ১৩টি, এসইউসিআই ৪টি, টিপিপি ১টি, এনপিপি ১টি, আরএসপি ১টি, নির্দল ৩টি এবং সিপিআইএমএল-র ১টি মনোনয়ন পত্র জমা পড়েছে।এদিকে, মজলিশপুরে এবং আশারামবাড়ি কেন্দ্রে সিপিএম প্রার্থী পরিবর্তন করেছে। মজলিশপুরে মানিক দে-র বদলে সঞ্জয় দাস এবং আশারামবাড়ি কেন্দ্রে অঘোর দেববর্মার পরিবর্তে দিলীপ দেববর্মা-কে সিপিএম প্রার্থী করেছে। অন্যদিকে বাধারঘাট কেন্দ্রে ফরোয়ার্ড ব্লকের প্রার্থী হয়েছেন আইনজীবি পার্থ সরকার।