অ্যালবার্ট একা যুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ৭৪তম প্রজাতন্ত্র দিবস উদযাপনের অঙ্গ হিসেবে লিচুবাগানস্থিত অ্যালবার্ট এক্কা যুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও মাল্যদান করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। সকালে অ্যালবার্ট একা যুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ করে দেশের শহীদ ও বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন রাজ্য সরকারের সাধারণ প্রশাসনের সচিব টি কে চাকমা। এরপর পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন সৈনিক কল্যাণ দপ্তরের অধিকর্তা তথা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জে পি তিওয়ারি, সৈনিক কল্যাণ দপ্তরের অন্যান্য আধিকারিক ও বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে রাজ্য টিএসআর জওয়ানগণ বিউগল বাজিয়ে শহীদ বীর জওয়ানদের প্রতি সেলামি প্রদর্শন করেন।
2023-01-26

